test
সংক্ষেপ
‘বাংলাদেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে একটি প্রস্তাব’ (প্রকাশক : নবরাগ প্রকাশনী) গ্রন্থটি বর্তমান সময়ে চলমান অস্থিরতা ও পিছিয়ে-পড়া প্রবণতার জন্য আশাজাগানিয়া ও দিকনির্দেশক হিসেবে বিবেচিত হতে পারে।
ঐতিহ্য-অনুসন্ধানি কবি-কথাশিল্পী-নিবন্ধকার এবং বাঙালি মুসলিম সাহিত্যধারার অন্যতম প্রধান চিন্তাবিদ মনিরউদ্দীন ইউসুফ (জন্ম : কিশোরগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ১৯১৯; মৃত্যু : ঢাকা, ১১ ফেব্রুয়ারি ১৯৮৭) রচিত এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮৪ সালের এপ্রিলে। প্রকাশক আজকের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বইটি নতুনভাবে পাঠকের সামনে হাজির করেছেন সম্ভবত কোনো ইতিবাচক প্রবণতার সাথে এই প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে। আমরা যে ইতিহাস-ঐতিহ্যবিচ্যুতি, আদর্শ ও চিন্তাশীলতার অভাব প্রভৃতি কারণে ধর্মীয়-সাংস্কৃতিক-অর্থনৈতিক-রাজনৈতিক দিক-নির্দেশনার স্বচ্ছ ধারণা থেকে দূরে সরে পড়ছি, পথ চলতে পদে পদে বিপন্ন হচ্ছি, তার একটি স্পষ্ট চিত্র পাওয়া যায় বর্তমান গ্রন্থে। লেখক জানাতে চেয়েছেন, প্রগতিশীলতা-দেশপ্রেম-সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান; সমাজ-পুঁজিবাদ-মানবিকতা এবং ব্যক্তির প্রয়োজন সম্বন্ধে যদি আমরা সচেতন হয়ে উঠি, তাহলে জাতীয় অগ্রগতি অর্জন সম্ভব। সমকালের দায় ও দাবিতে ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও প্রচেষ্টার পথ-অন্বেষার জন্য এই বইটি প্রেরণা-প্রদানকারী হিসেবে কিছুটা হলেও কাজ করতে পারে।