test
সংক্ষেপ
আপনি গেছেন আপনার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে সিনেমাহলে, কেউ যদি আপনার শ্যালিকাকে যৌন-হয়রানি করে, আপনি কী করবেন? প্রতিবাদ করবেন। তা-ই করেছিল শঠিবাড়ি কলেজের প্রভাষক কায়সুল। উল্টো ক্ষিপ্ত হলো ওই অপরাধীরা, মাফ চাইতে বলল কায়সুলকেই। কায়সুল মাফ চাইবে কেন? বখাটেরা কায়সুরের কষ্টনির্মিত বাড়ি ছায়াকুঞ্জ দখল করে ফেলল এবং দাবি করে বসল, এই জমি আসলে তাদের। এই রকম ক্ষেত্রে আপনি কী করবেন? থানা-পুলিশ মামলা-মোকদ্দমা। জমিজমার মামলার ফয়সালা হতে কত বছর লাগে, আপনার ধারণা আছে?
ফাল্গুনের রাতের আঁধারে এক গোছা দড়ি নিয়ে গাছের নিচে যাওয়া ছাড়া আর কীইবা করতে পারে এক জন শান্তিপ্রিয় নাগরিক।